![]() |
GreenIT |
আমাদের মধ্যেই অনেকেই আছি পড়াশুনা করছি এবং অনেকেই আবার কাজ করছি
আবার এমন অনেকে আছি যারা বেকার বসে আছি কিংবা চাকরি খুঁজছি। ইন্টারনেট নিয়ে কমবেশি সবাই ঘাটাঘাটি
করি, অনেকে আবার অনলাইন থেকে আয়ের কথাও শুনেছি। তাই পড়ালেখা বা অন্যান্য কাজের পাশাপাশি অনলাইনে কাজ করে আয়ের এই সুযোগকে কাজে
লাগিয়ে অনলাইনেই নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। এবং
মাত্র কয়েক মাসেই আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রীল্যান্সার।
কিন্তু আমরা হয়ত কখনও চেষ্টা করি নি কিভাবে এটা সম্ভব। অনেকে হয়ত চেস্টাও করেছেন
কিন্তু সফল হতে পারেন নি। অনেকে আবার দশ বিশ হাজার টাকা নষ্টও করে ফেলেছেন সহজেই আয়ের
পথ খুজতে গিয়ে। (যেমন- Dolancer) আসলে এর মূল কারন হল আমরা না জেনেই একটা বেশি লাভের
কথা শুনলেই সেখানে ছুটে যাই, ঠিক এই জন্যই বার বার ধরা খেতে হয়। তবে অনলাইনে আয় যে
ভুয়া এমনটি কিন্তু মোটেও নয়। অনলাইনই আয়ের একমাত্র উৎস এমন লোকের সংখ্যা কিন্তু এদেশে
অনেক।
দিন দিন বাংলাদেশের তরুণরা ফ্রীল্যান্সিং এর দিকে ঝুকছে। এর ফলে দেশে প্রতি বছর কোটি কোটি টাকা রেমিটেন্স প্রবেশ করছে। দেশ এগিয়ে যাচ্ছে। আবার এই তরুণদের
মধ্যে সফল ব্যক্তিত্বের সংখ্যা অনেক। আবার অনেকেই
সফল হতে পারেন না। ফ্রিল্যান্সিং এ সফল না হতে পারার
অন্যতম মূল কারন হতে পারে কাজ না শিখেই আয় করার মানসিকতা।
অনলাইনে আয়ের বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে সেরা এবং গ্যারান্টিড
উপায় হল ফ্রীল্যান্সিং করা। ফ্রীল্যান্সিং
হল স্বাধীন পেশা। এখানে আপনাকে কোন প্রকার ইনভেস্ট
করতে হবে না এবং কাজ করার কোন বাধ্যবাধকতাও নেই। আপনি যে টুকু কাজ করবেন তার টাকা আপনি পেয়ে যাবেন। কিন্তু কাজ করতে হলে আপনাকে আগে অবশ্যই কাজ শিখতে হবে। আর নতুনদের জন্য সবচেয়ে সহজ যে কাজটি রয়েছে সেটি হল এসইও বা সার্চইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ। এটি শিখতে কম
সময় লাগে, এর চাহিদাও ভাল এবং শুধুমাত্র এসইও এর কাজ দিয়েই আপনি প্রতি মাসে ১০-৩০ হাজার
টাকা ইনকাম করতে পারবেন। তবে, এতে কিন্তু আপনার এক পয়সাও
ইনভেস্ট করতে হবে না।
অনলাইনে আয়ে আগ্রহীদের জন্য এসইও শেখার বিকল্প নেই, কারন আপনি অনলাইনের যেই
সেক্টরেই কাজ করেন না কেন, এসইও এর উপর একটু আধটু জ্ঞান অবশ্যই রাখতে হবে আর যদি সেটা
হয় আপনি এসইও এর কাজই করতে চান তাহলে তো কথাই নেই। এসইও
এর কাজ অবশ্যই ভালভাবে শিখতে হবে আপনাকে। আর শুধুমাত্র এসইও জানলে আপনি অনলাইনে আয় করতে পারবেন, এর সাথে অনলাইনে আপনার
অন্যান্য খাতেও অনেক হেল্প করবে এই এসইও। কারন গুগল ছাড়া যেমন অনলাইন অচল তেমনি এসইও ছাড়া অনলাইন জগত অচল। কাজেই অনলাইনে আয় এবং অনলাইনে আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করার জন্য এসইও শিখে
রাখতে পারেন।
স্বল্প খরচে "সার্চইঞ্জিন অপটিমাইজেশন"-এর প্রশিক্ষণ গ্রহন করতে ভিজিট করুন
No comments:
Post a Comment